Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ অক্টোবর ২০২০

স্পারসো-র কর্মকর্তা-কর্মচারির শুদ্ধাচার বিষয়ক অভ্যন্তরীণ প্রশিক্ষণ


প্রকাশন তারিখ : 2020-10-04

গত ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২০ বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)-তে ৪০ জন কর্মকর্তা-কর্মচারির শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণের অংশ হিসেবে ০৩ দিন ব্যাপী একটি অভ্যন্তরীণ প্রশিক্ষণের আয়োজন করা হয়। স্পারসো-র সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব মিজানুর রহমান (অতিরিক্ত সচিব), উক্ত প্রশিক্ষণের প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তৃতায় দেশমাতৃকায় একজন নাগরিক হিসেবে সরকারি কর্মচারির দায়িত্ব-কর্তব্যবোধ ও মূল্যবোধের চেতনাকে বিকশিত করার ব্যাপারে শুদ্ধাচারের গুরুত্ব ও প্রয়োজনীয়তাকে তুলে ধরেন। তিনি বর্তমান সমাজের নৈতিক অবক্ষয় ও দুর্নীতির ব্যাপক বিস্তারের উপর আলোকপাত করে ব্যক্তিজীবনে সৎ ও ন্যায়পরায়ণ হওয়ার ব্যাপারে পরামর্শ দেন। তাছাড়াও নিজেদের মানসিকতা পরিবর্তনের জন্য প্রতিদিন আচার আচরণ বা কাজের মধ্যে একটি ভাল কাজ করার প্রতিশ্রুতি নেওয়ার জন্য সবাইকে উদ্বুদ্ধ করেন।

 

দ্বিতীয় দিনেও জাতীয় শুদ্ধাচার কৈাশল এর উপর বিস্তারিত ধারণা অংশগ্রহণকারীদের মধ্যে তুলে ধরেন স্পারসোর সম্মানিত চেয়ারম্যান মহোদয়। এছাড়া, প্রশিক্ষণের বিভিন্ন সেশনের মধ্যে সরকারি দপ্তরে নথি ব্যবস্থাপনা ও পিপিআর ২০০৮ সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন স্পারসোর সদস্য (প্রয়োগ) জনাব মো: জাফর উল্লাহ খান (যুগ্মসচিব) এবং প্রমিত বাংলার ব্যবহার ও সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর কর্মচারি শৃঙ্খলা ও আপীল বিধির উপর বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন জনাব মোহাম্মদ সানাউল হক, অর্থনৈতিক উপদেষ্টা (উপসচিব) ও সচিব (বিকল্প কর্মকর্তা), স্পারসো।