Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩

স্পারসোর চলমান ও গৃহীতব্য কৃষি ও বন এবং মহাকাশ প্রযুক্তি বিষয়ক গবেষণা কার্যক্রমের চাহিদা নিরূপণের লক্ষ্যে কর্মশালা


প্রকাশন তারিখ : 2023-02-21

মহাকাশ প্রযু্ক্তির সর্বোত্তম ব্যবহার হোক স্মার্ট বাংলাদেশের অঙ্গীকার

২০৪১ সালের উন্নত বাংলাদেশ বিনির্মাণ ও মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প “স্মার্ট বাংলাদেশ” বিনির্মাণে মহাকাশ প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন স্পারসোর চেয়ারম্যান ও সরকারের অতিরিক্ত সচিব জনাব মোঃ আব্দুস সামাদ। ২০ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ স্পারসো-তে মহাকাশ প্রযুক্তি বিষয়ক চলমান এবং গৃহীতব্য গবেষণা কার্যক্রমের চাহিদা নিরূপণের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন এবং উপস্থিত অতিথিবৃন্দের নিকট পরামর্শ ও সহযোগিতার জন্য আহবান জানান। কর্মশালায় আগত অতিথিবৃন্দ মহাকাশ প্রযুক্তি বিষয়ক চলমান গবেষণায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং স্পারসোর ভবিষ্যৎ অগ্রযাত্রায় তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করেন। আলোচকগণ স্পারসো-র গবেষণা কার্যক্রমকে জাতীয় পর্যায়ে অবদান রাখার নিমিত্ত বাংলাদেশে মহাকাশ অর্থনীতির অপার সম্ভাবনার দ্বার উন্মোচনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের বিভিন্ন দিক-নির্দেশানামূলক প্রতিশ্রুতি ও আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রথিতযশা অধ্যাপক, বিজ্ঞানী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়, এটুআই প্রোগ্রামসহ বিভিন্ন মন্ত্রণালয়/সংস্থা/দপ্তর/অধিদপ্তরের প্রতিনিধিগণ উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলমান এবং ভবিষ্যতের গবেষণা প্রকল্প নিয়ে আয়োজিত ধারাবাহিক কর্মশালার সকালের সেশনে ‘কৃষি ও বন’ সেক্টরের গবেষণা কার্যক্রমের ওপর আরো একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক/সহযোগী অধ্যাপক, প্রতিরক্ষা মন্ত্রণালয়, এটুআই প্রোগ্রামসহ কৃষি, বন অধিদপ্তর/সংস্থার বিভিন্ন প্রতিনিধিগণ এ কর্মশালায় উপস্থিত ছিলেন।