Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ August ২০২১

জাতির পিতার ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে স্পারসো’তে আলোচনা সভা ও দোয়া মাহফিল


প্রকাশন তারিখ : 2021-08-15

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১৫ আগস্ট, ২০২১ তারিখে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)-তে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো ব্যাজ ধারণ, স্পারসোতে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক প্রামাণ্যচিত্র (অসমাপ্ত মহাকাব্য) প্রদর্শন, স্পারসো অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিসমূহ এবং আলোচনা সভা ও দোয়া মাহফিল যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ভার্চুয়াল প্লাটফর্মে আলাদা আলাদা কক্ষে নিরাপদ দুরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্পারসোর সম্মানিত চেয়ারম্যান জনাব মিজানুর রহমান ( সরকারের অতিরিক্ত সচিব)। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্পারসোর সম্মানিত সদস্য (প্রয়োগ) জনাব মোঃ জাফর উল্লাহ খান ( সরকারের যুগ্নসচিব)। তিনি “শোকাবহ আগস্ট ও বাঙালির স্বপ্নভঙ্গ” বিষয়ক প্রবন্ধে জাতির পিতার দেশ গঠনের ক্ষেত্রে লালিত স্বপ্নগুলোর একটি বিস্তারিত তাৎপর্যপূর্ণ বিবরণ তুলে ধরেন। স্পারসোর চেয়ারম্যান ও আলোচনা সভার সভাপতি জনাব মিজানুর রহমান বঙ্গবন্ধুর জাতির পিতা ৪৬তম শাহাদত বার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ও অন্যান্য পরিবারবর্গদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চিন্তা ভাবনাকে স্মরণ ও জাতির পিতার সময়ের পরিক্রমায় উত্তরণ নিয়ে দূরদর্শী ভাবনাসমূহ সবার সামনে তুলে ধরে সবাইকে যার যার অবস্থান থেকে মেধা, প্রজ্ঞা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। আলোচনা অনুষ্ঠান শেষে দোয়া মাহফিলে জাতির পিতাসহ ১৫ আগস্টে শাহাদত বরণ করা সকল শহীদগণের আত্মার মাগফিরাত ও দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রার্থনা করা হয়।