Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ ডিসেম্বর ২০২০

স্পারসোর কর্মকর্তা-কর্মচারিগণের চাকরি ও সুশাসন সংক্রান্ত প্রশিক্ষণ


প্রকাশন তারিখ : 2020-12-09

স্পারসোর জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন অগ্রগতি পরিবীক্ষণ কাঠামো,২০২০-২০২১ এর আওতায় ০১-০৩ ডিসেম্বর ২০২০ পর্যন্ত ০৩ (তিন) দিন এবং ০৬-০৭ ডিসেম্বর ২০২০ পর্যন্ত ০২ (দুই) দিন মোট ০৫ (পাঁচ) দিন ব্যাপি কর্মকর্তা-কর্মচারিগণের চাকরি ও সুশাসন সংক্রান্ত প্রশিক্ষণ আয়োজন করা হয়।

স্পারসোর সম্মানিত চেয়ারম্যান জনাব মিজানুর রহমান (অতিরিক্ত সচিব) এর সভাপতিত্বে এর উক্ত প্রশিক্ষণের বিভিন্ন সেশনে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা-২০১৯, অফিস ম্যানেজমেন্ট,  ই-নথি ব্যবস্থাপনা, নোট লিখন, পিপিআর ও ই-জিপি, বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন ও বাংলা ভাষার যথাযথ ব্যবহার আলোকপাত হয়। সেশনসমূহের বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মিজানুর রহমান, চেয়ারম্যন, স্পারসো  (সরকারি কর্মচারী নিয়মিত উপস্থিতি বিধিমালা-২০১৯, অফিস ম্যানেজমেন্ট), সরকারি ক্রয় বিষয়ক জাতীয় প্রশিক্ষক জনাব মো: শোহেলের রহমান চৌধুরী, অতিরিক্ত সচিব, মহাপরিচালক,সিপিটিউ (পিপিআর ও ই-জিপি),  জনাব  মোঃ জাফর উল্লাহ খান, যুগ্মসচিব ও সদস্য, স্পারসো (নোট লিখন), জনাব মোঃ খায়রুল আলম, যুগ্মসচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয় (বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন), জনাব মোঃ মোস্তফা, এসাইনমেন্ট অফিসার, জনপ্রশাসন মন্ত্রণালয় (বাংলা ভাষার যথাযথ ব্যবহার) ও জনাব এ বি এম আবুল ফাত্তাহ, কনসালটেন্ট, এটুআই (ই-নথি ব্যবস্থাপনা)। অভ্যন্তরীণ এই প্রশিক্ষণ কোর্সের কোর্স পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন জনাব মোহাম্মদ সানাউল হক, অর্থনৈতিক উপদেষ্টা (উপসচিব) ও সচিব (বিকল্প কর্মকর্তা), স্পারসো। শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা অনুযায়ী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলাই এই প্রশিক্ষণের উদ্দেশ্য ।