Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st ডিসেম্বর ২০২০

APSCO-র ১৪ শ (চতুর্দশ) কাউন্সিল সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের অংশগ্রহণ


প্রকাশন তারিখ : 2020-12-20

১৫ থেকে ১৬ ডিসেম্বর ২০২০ তারিখে চীনের বেইজিংয়ে ভার্চুয়াল প্ল্যাটফর্মে APSCO-র ১৪ শ (চতুর্দশ) কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। কাউন্সিল সভা APSCO-র সর্বোচ্চ নীতি-নির্ধারণ ফোরাম। APSCO-র সদস্য রাষ্ট্র তথা বাংলাদেশ, চীন, ইরান, মঙ্গোলিয়া, পাকিস্তান, পেরু, থাইল্যান্ড ও তুরস্ক হতে সংশ্লিষ্ট কাউন্সিল সদস্য/প্রতিনিধিগণ এই সভায় অংশগ্রহণ করেন। বাংলাদেশের প্রতিরক্ষা সচিব এবং APSCO কাউন্সিলের সদস্য জনাব ড. মো: আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি এর প্রতিনিধি হিসাবে জনাব মিজানুর রহমান, চেয়ারম্যান, স্পারসো (অতিরিক্ত সচিব) উক্ত সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এছাড়া, স্পারসোর চীফ সায়েন্টিফিক অফিসার ও APSCO-র ফোকাল পয়েন্ট ড. মোঃ আব্দুস ছালাম উক্ত সভায় অংশগ্রহণ করেন।

APSCO-র সচিবালয় কর্তৃক সভার এজেন্ডা অনুযায়ী, APSCO-র সহযোগিতামূলক বিভিন্ন কার্যক্রমের প্রতিবেদন ও প্রস্তাব উপস্থাপিত হলে কাউন্সিলের সদস্য/প্রতিনিধিগণ উক্ত বিষয়বলীর উপর বিস্তারিত আলোচনা করেন। ইতঃপূর্বে অনুষ্ঠিত APSCO-র ১৩ শ (ত্রয়োদশ) প্রশাসনিক প্রধান সভায় সুপারিশকৃত বিভিন্ন এজেন্ডা আইটেমগুলো ১৪ শ (চতুর্দশ) কাউন্সিল সভায় কাউন্সিলের সদস্য/প্রতিনিধিগণ পুনরায় পর্যালোচনা শেষে উক্ত বিষয়গুলো সংশোধন / নিশ্চিতকরণ / অনুমোদন করেন।