Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ ডিসেম্বর ২০১৭

হিসাব ও বাজেট শাখা

  • এই শাখায় কর্মরত অর্থ উপদেষ্টা স্পারসোর ড্রয়িং ও ডিসচাজিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।
  • বাজেট প্রস্তুতকরণ এবং বাজেট, হিসাব ও অডিট সংশ্লিষ্ট বিষয়াদি দেখাশুনা করা।
  • সকল নথিপত্র, গোপনীয় ডকুমেন্ট এবং সংশ্লিষ্ট ফাইল যেমন রেজিষ্টার, ক্যাশবই, লেজার বিল, অডিট রিপোর্ট, অডিট আপত্তি প্রভৃতি সংরক্ষণ।
  • অডিট আপত্তির জবাব/ রিপোর্ট, অর্থ মন্ত্রণালয়ের অডিটর জেনারেল বরাবর অডিট নোট প্রস্তুত ও দাখিল করা। বিল ও এরিয়ার বিল পরীক্ষা করা; গ্রুপ ইন্সুরেন্স, বেনাভোলেন্ট ফান্ড ও প্রভিডেন্ট ফান্ড এর কাগজপত্র রক্ষণাবেক্ষণ।
  • বিভিন্ন হিসাব যাচাই করা।
  • কর্মচারীদের পেনশন ও পিআরএল সংশ্লিষ্ট বিষয়াদি প্রক্রিয়াকরণ।
  • কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত যে কোন দায়িত্ব পালন করা।