Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ ডিসেম্বর ২০২১

১৬ ডিসেম্বর ২০২১ তারিখ মহান বিজয় দিবস উদ্‌যাপনের লক্ষ্যে এর প্রস্তুতিমূলক সভার কার্যবিবরণ

বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)

“মহাকাশ বিজ্ঞান ভবন”

আগারগাঁও, শেরে বাংলা নগর

ঢাকা-১২০৭

 

বিষয়                  : আগামী ১৬ ডিসেম্বর ২০২১ তারিখে মহান বিজয় দিবস উদ্‌যাপনের লক্ষ্যে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও

                          দুর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)-এর প্রস্তুতিমূলক সভার কার্যবিবরণ।

সভাপতি              : মিজানুর রহমান

  চেয়ারম্যান, স্পারসো।

স্থান                    : বোর্ডসভা কক্ষ

তারিখ ও সময়       : ০২ ডিসেম্বর ২০২১, সকাল: ১২.০০ টা।

সভায় উপস্থিত সদস্যবৃন্দ:

১। জনাব মোঃ জাফর উল্লাহ খান, সদস্য (প্রয়োগ),স্পারসো।

২। জনাব মো: মাহমুদ আলী, সদস্য (প্রযুক্তি - ১),স্পারসো।

৩। জনাব মোহাম্মদ সানাউল হক, অর্থনেতিক উপদেষ্টা,স্পারসো।

৪ । জনাব জালাল উদ্দিন আহমেদ, সচিব, স্পারসো

৫। ড. মোঃ মাহমুদুর রহমান, চীফ সায়েন্টিফিক অফিসার, স্পারসো।

৬। ড. মোঃ আব্দুস ছালাম, চীফ সায়েন্টিফিক অফিসার, স্পারসো।

৭। জনাব মোঃ মাহমুদুল হক, অফিসার, স্পারসো।

 

সভাপতি উপস্থিত সকল সদস্যকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। সভার প্রারম্ভে তিনি ১৬ ডিসেম্বর ২০২১ তারিখে  মহান বিজয়   দিবস যথাযথভাবে উদযাপনের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি সভার আলোচ্যসূচি অনুযায়ী বিষয়সমূহ উপস্থাপন করার জন্য সচিব, স্পারসোকে অনুরোধ করেন। অতঃপর সচিব সভার আলোচ্যসূচি  ও অন্যান্য বিষয় সভায় উপস্থাপন করেন। আলোচ্য বিষয়গুলির উপর  আলোচনাশেষে  নিম্নরূপ কর্মপরিকল্পপনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

আগামী ১৬ ডিসেম্বর ২০২১ তারিখে মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দুর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)-এর কর্মপরিকল্পপনা নিম্নরূপ:

ক্রমিক

কর্মসূচির নাম

সময়

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

জাতীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে মহান বিজয় দিবস অনুষ্ঠান আয়োজন

 

সচিব, স্পারসো

জাতীয় পতাকা উত্তোলন

সূর্যোদয়ের সাথে সাথে,১৬ ডিসেম্বর ২০২১

সিকিউরিটি অফিসার

স্পারসোর গবেষণা ও প্রশাসনিক ভবনে আলোকসজ্জা

১১ থেকে ১৭ ডিসেম্বর ২০২১ তারিখ পর্যন্ত

সিকিউরিটি অফিসার

ব্যানার ফেস্টুন তৈরি ও সজ্জিতকরণ: জাতির পিতার বাণী সংবলিত ব্যানার ফেস্টুনে সজ্জিতকরণ

 

জনাব মোঃ আবদুল কাদের, সিনিয়র সায়েন্টিফিক অফিসার

ভিডিও ডক্যুমেন্টারী প্রদর্শন (স্পারসোর প্রধান ফটক ও ডিসপ্লে বোর্ডে)

০২ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২১ তারিখ পর্যন্ত

জনাব রুবেল কান্তি দে,তথ্য কর্মকর্তা

আলোচনা সভা : বঙ্গবন্ধু, বাংলাদেশ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে উন্নত বাংলাদেম বিনির্মাণে মহাকাশ প্রযুক্তির ব্যবহার ও বিকাশ

ক) মূল প্রবন্ধ উপস্থাপনা

 

 

খ) আলোচক

 

 

গ) উপস্থাপনা

 

১০.০০ টা থেকে ১২.৩০ টা পর্যন্ত

 

 

 

 

জনাব মোঃ নূর হোছাইন শরীফি, চীফ সায়েন্টিফিক অফিসার

 

 

ড. মোঃ আব্দুস সালাম, চীফ সায়েন্টিফিক অফিসার

 

 

মিসেস ফারহানা তাজনিন, সিনিয়র সায়েন্টিফিক অফিসার

জনাব এস এ এম আরিফ উল হক, সিনিয়র সায়েন্টিফিক অফিসার

দেশের সমৃদ্ধি ,জাতির পিতার পরিবারের সকল সদস্য, সকল মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল আয়োজন

সকাল ১২:৪৫ হতে দুপুর ০১:০০ টা

জনাব মোঃ আব্দুল বারী,

সিনিয়র টেকনিশিয়ান

 

মন্ত্রিপরিষদ বিভাগ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক বৈশ্বিক মহামারি (কোভিড-১৯) পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজার রেখে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে কর্মসূচী পালনের লক্ষ্যে নিম্নোক্ত আলোচনা শেষে নিম্নরূপ সিদ্ধান্ত গৃহীত হয়:

ক্রমিক

আলোচনা

সিদ্ধান্ত

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে কর্মকর্তা/কর্মচারীদের অংশগ্রহনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

২। আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সকলকর্মকর্তা/কর্মচারীকে অংশগ্রহন করতে হবে।

জনাব মো: মাহমুদুল হক,

প্রশাসনিক কর্মকর্তা

ভিডিও ডক্যুমেন্টারী সংগ্রহ ও প্রদর্শনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

৩। তথ্য অধিদপ্তর থেকে মহান বিজয় দিবস উপলক্ষ্যে কোন ভিডিও ডক্যুমেন্টারী প্রকাশিত হয়ে থাকলে তা  সংগ্রহপূর্বক ডিসপ্লে বোর্ড এবং আলোচনা অনুষ্ঠানে প্রদর্শন করতে হবে।

১। জনাব রুবেল কান্তি দে,তথ্য কর্মকর্তা

২। জনাব মনিরুল ইসলাম,

    সহকারী প্রকৌশলী

আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সময় স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে স্পারসো অডিটোরিয়ামে কর্মকর্তা/কর্মচারীদের আসন বিন্যাসের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

৪। (ক)আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সময় স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে স্পারসো অডিটোরিয়ামে কর্মকর্তা/ কর্মচারীদের আসন  বিন্যাস করতে হবে।

 

খ) স্পারসো অডিটোরিয়াম  অনুষ্ঠানের আগে যথাযথভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে।

 

গ) অনুষ্ঠানের দিন কর্মকর্তা/কর্মচারীদের জন্য সেনিটাইজার এবং মাস্ক এর ব্যবস্থা করতে হবে।

আসনবিন্যাস, পরিস্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ বিষয়ক কমিটি:

১) জনাব আবু মোহাম্মদ ,

   প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার

 ২) জনাব এস.এ.এম আরিফ উল হক,                                সিনিয়র সায়েন্টিফিক অফিসার

৩) জনাব এস.এম. আহসান হাবীব.        সিনিয়র সায়েন্টিফিক অফিসার

৪) জনাব মোঃ মনিরুল ইসলাম খন্দকার, হিসাবরক্ষণ কর্মকর্তা

৫) জনাব মোঃ মাহদি হাসান, সায়েন্টিফিক অফিসার

অনুষ্ঠানের দিন আপ্যায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

৫। (ক)  ড. মোঃ আব্দুস ছালাম, চীফ সায়েন্টিফিক অফিসার এর নেতৃত্বে আপ্যায়ন বিষয়ক একটি কমিটি গঠন করতে হবে।

খ) কমিটি অনুষ্ঠানের দিন স্বাস্থ্যবিধি মেনে আপ্যায়নের ব্যবস্থাগ্রহন করবে।

১) জনাব মোঃ মাহমুদুল হক,

  প্রশাসনিক কর্মকর্তা

২) জনাব মোঃ মনিরুল ইসলাম খন্দকার,      হিসাবরক্ষণ কর্মকর্তা

৩) জনাব মোহাম্মদ মাহদি হাসান, সায়েন্টিফিক অফিসার

৪) জনাব মোঃ মহব্বত হোসেন,

অফিস সুপার

 

পরিস্কার পরিচ্ছন্নতাকরনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

৬। স্পারসো  ক্যাম্পাস পরিস্কার পরিচ্ছন্নতাকরণ করতে হবে।

রক্ষণাবেক্ষন কমিটি

ফটোগ্রাফি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

৭। দিনের কর্মসূচীসমুহের ফটোগ্রাফি করতে হবে।

জনাব মোঃ হারুন-অর-রশীদ, ড্রাফটসম্যান

সার্বক্ষনিক বিদ্যুৎ ও শীতাতপ নিয়ন্ত্রনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

৮। দিনের কর্মসূচীসমুহের চলাকালীন সার্বক্ষণিক বিদ্যুৎ ও শীতাতপ নিয়ন্ত্রণ  নিশ্চিত করতে হবে।

১। জনাব  আবু মোহাম্মদ,

 প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার

২। জনাব  মোঃ লুৎফর রহমান,ফিল্ড এ্যাসিস্ট্যান্ট