Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ August ২০২২

জাতির পিতার ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে স্পারসো’তে আলোচনা সভা ও দোয়া মাহফিল


প্রকাশন তারিখ : 2022-08-16

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১৫ আগস্ট, ২০২২ তারিখে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)-তে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো ব্যাজ ধারণ, স্পারসোতে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন, স্পারসো অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিসমূহ এবং আলোচনা সভা ও দোয়া মাহফিল যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পারসোর সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ আব্দুস সামাদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব এবং সভাপতি ছিলেন জনাব মোঃ মাহমুদ আলী, সদস্য (গবেষণা) ( সরকারের যুগ্মসচিব)। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্পারসোর অর্থনৈতিক উপদেষ্টা জনাব মোহাম্মদ সানাউল হক ( সরকারের উপসচিব)। তিনি বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের সার-সংক্ষিপ্ত উপস্থাপনের মাধ্যমে জাতির পিতার দেশ গঠনের ক্ষেত্রে লালিত স্বপ্নগুলোর একটি বিস্তারিত তাৎপর্য তুলে ধরেন। স্পারসোর চেয়ারম্যান ও আলোচনা সভার প্রধান অতিথি জনাব মোঃ আব্দুস সামাদ বঙ্গবন্ধুর জাতির পিতা ৪৭তম শাহাদত বার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ও অন্যান্য পরিবারবর্গদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চিন্তা ভাবনাকে স্মরণ ও জাতির পিতার সময়ের পরিক্রমায় স্পারসোর উত্তরণ নিয়ে দূরদর্শী ভাবনাসমূহ সবার সামনে তুলে ধরে সবাইকে যার যার অবস্থান থেকে মেধা, প্রজ্ঞা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। আলোচনা অনুষ্ঠান শেষে দোয়া মাহফিলে জাতির পিতাসহ ১৫ আগস্টে শাহাদত বরণ করা সকল শহীদগণের আত্মার মাগফিরাত ও দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রার্থনা করা হয়।