Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st এপ্রিল ২০২১

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আলোচনা সভা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ২৬ মার্চ ২০২১ মহান স্বাধীনতা ‌ও জাতীয় দিবস  পালনের লক্ষ্যে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)-তে সকাল ১০:০০ টা থেকে দুপুর ১২.৩০ পর্যন্ত একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ২৬ মার্চে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস গুরুত্ব ও তাৎপর্যের উপর মূল আলোচক ছিলেন চীফ সায়েন্টিফিক অফিসার জনাব মোঃ নূর হোছাইন শরীফি। তিনি “স্বাধিকার হতে স্বাধীনতা এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ” শীর্ষক মূল প্রবন্ধের তথ্য বহূল আলোচনা করেন। স্পারসোর চেয়ারম্যান ও আলোচনা সভার সভাপতি জনাব মিজানুর রহমান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এই দিনটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের এবং মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। স্বাধীনতার পর যুদ্ধবিদ্ধস্ত বাংলাদেশ-কে মাত্র ৩.৫ বছরে আমাদের জাতির পিতা ধ্বংসস্তুপ থেকে যেভাবে ফিনিক্স পাখির মতো নতুন ভাবে জাগিয়ে তুলেন তার এক বিস্তারিত বিবরণ তুলে ধরেন।  স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষ্যে সরকার ঘোষিত বিভিন্ন অনুষ্ঠান উদ্‌যাপনের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শ, চেতনা বিকশিত করার আহবান জানান। তিনি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা গ্রহণের আহবান জানান। তিনি ভবিষ্যতে স্পারসোকে একটি সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকলকে সচেষ্ঠ থাকা ও মনোজগতের পরিবর্তন করে সততার সঙ্গে কঠোর পরিশ্রম করার অনুরোধ জানান। তাছাড়া, আলোচনা সভায়  জনাব মোহাম্মদ সানাউল হক, অর্থনৈতিক উপদেষ্টা (উপসচিব) এবং জনাব মোঃ জাফর উল্লাহ খান, সদস্য (প্রয়োগ) (যুগ্মসচিব) সহ আরো অনেকে অংশগ্রহণ করেন।  স্পারসোতে কর্মরত সকল কর্মকর্তা/কর্মচারীগণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন। করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

 

 

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আলোচনা সভার ফটোগ্যালারী